শুক্রবার, ১৩ই জানুয়ারি, ২০১৭ ইং ৩০শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি আরোপ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৭

মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থের অবৈধ লেনদেন ঠেকাতে কড়াকড়ি আরোপ করলো কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে মোবাইল ব্যাংকিং সেবায় বড় ধরনের পরিবর্তন আসবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, মোবাইল ব্যাংকিং দ্রুত বর্ধমান সেবা। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই সেবাকে অবৈধ পন্থায় ব্যবহার করছে। যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

এখন থেকে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা করতে পারবেন। মাসে যার সর্বোচ্চ সীমা এক লাখ টাকা। একই সঙ্গে একজন গ্রাহক দিনে দুইবার এবং মাসে ২০ বারের বেশি টাকা জমা দিতে পারবেন না।

জমা বা উত্তোলনের পরিমাণ যদি পাঁচ হাজার টাকা বেশি হয়, তাহলে গ্রাহকে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং এজেন্টকে গ্রাহকের পরিচয়পত্র নম্বর সংগ্রহ করতে হবে।

উত্তোলনের ক্ষেত্রে দিনে ১০ হাজার ও মাসে ৫০ হাজারের বেশি কেউ উত্তোলন করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, একটি অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ হাজার টাকার বেশি কোনো গ্রাহক উত্তোলন করতে পারবেন না।

এ জাতীয় আরও খবর