শুক্রবার, ১৩ই জানুয়ারি, ২০১৭ ইং ৩০শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের নিন্দায় ট্রাম্প

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৭

অনলাইন ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প। আর সে সংবাদ সম্মেলনেই দেশের গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমের ওপর চড়াও হলেন তিনি। স্থানীয় সময় বুধবার সকাল ১১ টায় এ সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

তিনি অভিযোগ করেন, তাকে বিপদে ফেলার মতো তথ্য রাশিয়া সংগ্রহ করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোই এ তথ্য ফাঁস করেছে বলে তার ধারণা। ট্রাম্প আরো বলেন, যদি তার ধারণা সত্যি হয় তাহলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বড় মূল্য দিতে হবে।

গণমাধ্যমের ওপরও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে আসা সংবাদ সম্পর্কে তিনি বলেন, এ ধরণের মিথ্যা তথ্য প্রকাশ নাৎসি জার্মানিতেই হতো। ভুল এবং মিথ্যা তথ্য জনগণের কাছে প্রকাশ করা হয়েছে। তাদেরকে এর ফল ভোগ করতে হবে।

সে সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এবং বাজফিডের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা বলেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির বিষয়ে ট্রাম্প বলেন, শিগগিরই দেয়ালের নির্মাণকাজ শুরু করা হবে এবং মেক্সিকো পরে এর খরচ যুক্তরাষ্ট্রকে ফেরত দেবে।

ডোনাল্ড ট্রাম্পের এসব বক্তব্য প্রসঙ্গে বারাক ওবামা প্রশাসনের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, গোয়েন্দারা দেশের সর্বোচ্চ পর্যায়ে কাজ করেন। ট্রাম্প ভুলপথে গিয়ে তাদেরকে আক্রমণ করছেন।