শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে ট্যাগহীন পরিত্যক্ত অবস্থায় তিনটি ব্যাগেজ বেল্টের পাশ থেকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ১৫৮ কার্টন থেকে ৩১ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। আজ ভোরে এগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
সিগারেট জব্দ করার কিছু আগে মালয়েশিয়া থেকে আগত মালিন্দো এয়ারলাইন্সের ফ্লাইট শাহজালালে অবতরণ করে। ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটে আগত কোনো যাত্রী এই নিষিদ্ধ সিগারেট এনেছেন। বিমানবন্দরে আসার পর শুল্ক গোয়েন্দার নজরদারি এড়াতে ট্যাগ সরিয়ে ফেলা হয়েছে। জব্দকৃত সিগারেট সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের দুই হাজার ও কোরিয়ান ইজি ব্যান্ডের এক হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে। পণ্যের শুল্ক করসহ এগুলো মূল্য প্রায় ১৩ লাখ টাকা।