শুক্রবার, ১৩ই জানুয়ারি, ২০১৭ ইং ৩০শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

মমিনুলের অর্ধশতক: বাংলাদেশ প্রথম দিন শেষে ১৫৪/৩

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৭

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে বেরসিক বৃষ্টির শংকা ছিলই। তবে তা যে এভাবে বারবার এসে হানা দেবে তা কে জানত? লাঞ্চের পর খেলা শুরু হতেই আবারও বৃষ্টি।

খেলা বন্ধ হয়ে গেল। অপরাজিত দুই ব্যাটসম্যান মমিনুল হক এবং মাহমুদ উল্লাহ রিয়াদ দলকে ভরসা জুগিয়ে যাচ্ছিলেন। কিন্তু বৃষ্টি থামতেই বিপত্তি। অদ্ভূত এক শট খেলে আউট হয়ে গেলেন ৬৪ বলে ২৬ রান করা মাহমুদউল্লাহ!

অফস্ট্যাম্পের অনেক বাইরের বল অযথাই খোঁচা মারতে গেলেন তিনি। এমন একটা শট অন্তত মাহমুদউল্লাহর মত নির্ভরযোগ্য ব্যাটসম্যানের কাছ থেকে আশা করা যায় না। ফলাফল যা হওয়ার তাই হলো। খুব সহজেই বলটি গ্লাভসবন্দী করলেন উইকেটকিপার ওয়েটলিং। শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকা নেইল ওয়েগনারের প্রথম উইকেট এটি।

অন্যপ্রান্তে দারুণ ব্যাট করছেন দীর্ঘদিন পর পর মাঠে নামার সুযোগ পাওয়া মমিনুল হক। তিনি ১১০ বলে ৬৪ রানে অপরাজিত আছেন। মমিনুলের নতুন সঙ্গী হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব উইকেটে এসেই ওয়েগনারকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে দারুণ এক চার হাঁকিয়েছেন। প্রথম দিন আলো স্বল্পতার কারনে খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান।ফলে দিনের খেলা প্রায় ১৫ ওভার বাকি থাকতেই দুই আম্পায়ার বন্ধ ঘোষণা করেন।