ইজতেমায় পাঁচ স্তরের নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে ইজতেমার আশেপাশের এলাকায় নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার বিকেলে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এতথ্য জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুরো ময়দানকে দুটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদেশী মুসুল্লিদের গতবারের ন্যায় এবারও আলাদাভাবে নজরদারি করা হচ্ছে।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের তিনদিনের ইজতেমায় শরীক হবেন দেশের ১৬ জেলার মুসুল্লি। ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় শরীক হবেন ১৬ জেলার মুসুল্লি। তাদের সঙ্গে ইজতেমার দুই পর্বেই শরীক হবেন প্রায় একশ’ দেশের তাবলীগের বিদেশী মেহমান।