নাসিরনগর হামলা : চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার রাত সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
ঘটনার পর পর স্থানীয় লোকজন ওই সময়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, ৩০ অক্টোবর ধর্ম অবমাননার প্রতিবাদে ডাকা সমাবেশে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী আডভোকেট ছায়েদুল হকে ঘনিষ্টজন হিসেবে পরিচিত সুরুজ আলী উসকানিমূলক বক্তব্য দেন। এর পরপরই হামলার ঘটনা ঘটে। এর আগে তিনি দলবল নিয়ে সমাবেশে যোগ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাপরতলা এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেফতার করা হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত বলে প্রমাণ রয়েছে। বিভিন্ন সূত্রে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে।
হামলার ঘটনার পরপর অভিযোগ ওঠায় নাসিরনগরের চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে আবুল হাসেম ও মো. ফারুক নামে আরও দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে হামলার সন্দেহভাজন মূলহোতা হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেয়ান আতিকুর রহমান আঁখিকে গ্রেফতার করেছে পুলিশ।