রবিবার, ৮ই জানুয়ারি, ২০১৭ ইং ২৫শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

আইএস ও আল কায়দার কাদা ছোড়াছুড়ি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :আল কায়দাকে নিয়ে ইসলামিক স্টেটের (আইএস) সমালোচনাকে অসৎ প্রচারণা হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির প্রধান আয়মান আল-জাওয়াহিরি। বৃহস্পতিবার এক অডিও বার্তায় আইএসকে মিথ্যাবাদী হিসেবেও উল্লেখ করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইনে সন্ত্রাসবাদ নজরদারি করা সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আল কায়দা নেতার নতুন এই অডিও বার্তা পেয়ে তা অনুবাদ করেছে। ৬৫ বছরের জাওয়াহিরি অডিও বার্তায় জানান, আইএস প্রধান বাগদাদি তাদের বিরুদ্ধে শিয়া মুসলিমদের ওপর হামলার বিরোধিতা এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে কাজ করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, এ মিথ্যাবাদীরা (আইএস) নিজেদের মিথ্যেবাদিতার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে।

তারা দাবি করে যাচ্ছে, আমরা শিয়াদের অস্বীকার করি না। জাওয়াহিরি দাবি করেন তিনি কখনও বলেননি যে ভবিষ্যতে ইসলামী খেলাফতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের অংশীদার হবে। তিনি শুধু বলেছেন, খ্রিস্টানরা বসবাস করতে পারবে। তিনি বলেন, আমি শুধু বলেছি তারা আমাদের জমি, কৃষি, বাণিজ্য ও অর্থ ইত্যাদিতে অংশীদার হতে পারবে। আমরা তাদের গোপনীয়তা রক্ষা করব। এটা আমাদের শরিয়া আইন সমর্থন করে।

জাওয়াহিরি আরও জানান, তিনি কখনও বলেননি যে শিয়া সম্প্রদায়কে হামলার লক্ষ্যবস্তু করা হবে না। তিনি শিয়া নেতৃত্বাধীন ইরাকি বাহিনীর ওপর হামলা করতে নির্দেশ দিয়েছেন। সাধারণ জনগণের ওপর হামলা তাদের লক্ষ্য নয়। তিনি বলেন, আমি তাদের বার বার বলেছি, মার্কেট, মাজার ও মসজিদে হামলা না করে সেনাবাহিনী, নিরাপত্তারক্ষী, পুলিশ ও শিয়া মিলিশিয়াদের ওপর হামলা চালানোর জন্য।