মঙ্গলবার, ৩রা জানুয়ারি, ২০১৭ ইং ২০শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৩০ 

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৩১, ২০১৬

নিজস্ব প্রতিবেদক শনিবার ব্রাহ্মণবায়িায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ৩৫টি দোকানপাট ভাংচুর ও লুটপাটের শিকার হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১১টার সময় লোকাল বাসের ভাড়া নেয়াকে কেন্দ্র করে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সাথে পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের দুখু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে পৌনে ১২টার সময় উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে সংঘর্ষ ঢাকা-সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের তিনটি স্থানের উপর ছড়িয়ে পরে। এসময় বিশ্বরোড় এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। মহাসড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।
সংঘর্ষ থামাতে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ ও জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে বিপুল পরিমান টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে প্রায় দেড় ঘন্টাপর পরিস্থিতি নিয়স্ত্রনে এনে দুটি মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, বাস ভাড়া ৫ টাকা কম দেয়াকে কেন্দ্র করে চালক ও যাত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সরাইলের কুট্টাপাড়া ও খাঁতিহাতা গ্রামের লোকজন দু ’ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘষে জড়ান। তবে বতমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, প্রায় দুই ঘন্টার পর সংঘর্ষ নিয়ন্ত্রনে এনে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে।