বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

ইচ্ছা ছিল কুমিরের সঙ্গে সেলফি তোলার…

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২, ২০১৭

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের জাতীয় উদ্যানে বেড়াতে গিয়ে কুমিরের সঙ্গে সেলফি তোলার ইচ্ছে হয়েছিল এক ফরাসি নারী পর্যটকের। কিন্তু বেরসিক কুমিরের কামড়ে সেই ইচ্ছো পূরণ হলো না তার।

সেলফি তোলার সময় কুমিরটি ওই নারীর পায়ে কামড় দেওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন জঙ্গল আর ঝরনার জন্য বিখ্যাত থাইল্যান্ডের জনপ্রিয় জাতীয় উদ্যান খাও ওয়াইয়ে গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ উদ্যান ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত।

আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকারীরা

আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকারীরা

উদ্যানের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এএফপিকে বলেন, কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন ওই পর্যটক। এতে কুমিরটি বিচলিত হয়ে তার পায়ে কামড় দেয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে হাঁটুতে ব্যান্ডেজ মোড়ানো ওই পর্যটককে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর