বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

অ্যাডাল্ট সিনেমা করতে চেয়েছিলেন কঙ্গনা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২, ২০১৭

 

বিনোদন ডেস্ক : তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ২০০৬ সালে রোমান্টিক-ক্রাইম- ড্রামা গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন তিনি। এ অভিনেত্রী জানিয়েছেন, গ্যাংস্টার সিনেমার প্রস্তাব না পেলে তিনি অ্যাডাল্ট সিনেমা মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন।

এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা বলেন কঙ্গনা।

কঙ্গনা বলেন, ‘আমার মতে টার্নিং পয়েন্ট ছিল আমার প্রথম সিনেমা। কারণ আমার মনে আছে তার আগে আমি একটি অ্যাডাল্ট সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। আমি জানতাম এটি সঠিক সিনেমা ছিল না। কিন্তু আমার মনে হয়েছিল, ঠিক আছে আমি এটি করব।’

তিনি আরো বলেন, ‘আমি একটি ফটোশুটও করেছিলাম। তারা আমাকে একটি গাউন দিয়েছিল। এর ভেতর কিছুই ছিল না। এটি একটি পর্নো সিনেমা বা সেই ধরনের কিছু ছিল। আমি ভাবছিলাম, এটি সুবিধার না। কারণ এটি মোটেও সঠিক সিনেমা নয়।’

তাহলে কী সিনেমাটি থেকে সরে যেতে চেয়েছিলেন? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তারপর গ্যাংস্টার সিনেমার প্রস্তাব পাই এবং সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিই। তখন ওই সিনেমার প্রযোজক ভীষণ খেপে যান এবং বিষয়টি নিয়ে আমাকে কয়েকদিন ঝামেলাও পোহাতে হয়েছিল। তখন আমার বয়স ১৭ কিংবা ১৮ ছিল। আমি যদি গ্যাংস্টার সিনেমার প্রস্তাব না পেতাম তাহলে নিশ্চিত ওই সিনেমা করতাম।’

ফ্যাশন, কুইন ও তানু ওয়েডস মানু রিটার্নস সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন কঙ্গনা। তার পরবর্তী সিনেমা রেঙ্গুন, রাণী লক্ষ্মীবাঈ ও সিমরান। চলতি বছর মুক্তি পাবে সিনেমাগুলো।