বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

হায়দারাবাদ বিস্ফোরণ : ৫ জঙ্গির ফাঁসি

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২০, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :২০১৩ সালে ভারতের হায়দ্রবাদের দিলসুখনগরে বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন ভাটকলসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।সোমবার হায়দ্রবাদের বিশেষ আদালত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।গত ১৩ ডিসেম্বর ওই বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) পাঁচ সদস্যকে দোষী সাব্যস্ত করে এনআইএ আলাদত। দোষীদের মধ্যে অন্যতম আইএম’র সহপ্রতিষ্ঠাতা মুহম্মদ আহমেদ সিদিবাপা ওরফে ইয়াসিন ভাটকল, বাকিরা হলো পাকিস্তানের বাসিন্দা জিয়া-উর-রহমান ওরফে ওয়াকাস, আসাদুল্লাহ আখতার ওরফে হাদ্দি, তহসিন আখতার ওরফে মনু ও আয়াজ শেখ। এরা প্রত্যেকেই হায়দ্রবাদের চেরাপল্লীর কেন্দ্রীয় কারাগারে রয়েছে।


২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিলখুস নগরের জনবসতিপূর্ণ এলাকায় পর পর দুটি বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে ১৮ জন নিহয় হয়, আহত হয়েছিলেন ১৩১ জন। ওই বিস্ফোরণের কয়েক মাস পর ইয়াসিন ভাটকলকে আটক করে ভারতীয় পুলিশ।চলতি বছরের ৭ নভেম্বর আদালতে এই মামলার শেষ শুনানি হয়। দোষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়।প্রসঙ্গত, ২০১০ সালে ইন্ডিয়ান মুজাহিদিনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার।