বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধীদের বাকি জঞ্জালও সরানো হবে : ইনু

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১৬, ২০১৬

নিউজ ডেস্ক : জঙ্গিবাদ, সামরিক স্বৈরশাসক ও যুদ্ধাপরাধের জঞ্জালকে সরিয়েছি। এখন যুদ্ধাপরাধীদের বাকি জঞ্জালও সরানো হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, মহাজোট সরকার শেখ হাসিনার নেতৃত্বে মানুষের আকাঙ্ক্ষা ও স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে পারবে। এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে। এর আগে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সাধারণ মানুষের ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান।