ব্রাহ্মণবাড়িয়ার বিসিকশিল্পনগরীর বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসলীজমি
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বিসিক শিল্পনগরীর বর্জের বিষাক্ত পানির ভোগান্তির শিকার সরাইল উপজেলাবাসী। সরাইলের সর্বস্তরের লোকজনের দীর্ঘ দিনের অভিযোগ, বিসিক শিল্পনগরীর বিষাক্ত কেমিক্যাল মেশানো পানিতে দূষিত হচ্ছে পরিবেশ। আর এই পানি অত্যন্ত অস্বাস্থ্যকর ও দূর্গন্ধযুক্ত হওয়ার যা পরিবেশ দূষণেরজন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাড়িয়েছে। বিষাক্ত পানিখালে-বিলে মিশে এলাকার সাধারণ মানুষের জনস্বার্থে ব্যাপকক্ষয়-ক্ষতিহচ্ছে। বিশেষকরে কৃষি আবাধি জমিতে সেচ প্রকল্পে ব্যবহার করা যাচ্ছে না বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি যা চলমানখালেরপানির সাথে মিশে সমস্তপানি করছে দূষিত। কৃষক তার উৎপাদিত ফসলে ব্যবহার করতে পারছেনা এই দূষিতপানি। এজন্য পানির অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন মৌসুমী রবি শস্য, আমন ও বোরোরমত কৃষি নির্ভর ফসল। কথা হয় নন্দন পুরগ্রামের কৃষক আউয়ালমিয়া সাথে তিনি বলেন, বিসিকের এই পানিআমাদেন জন্য মরণব্যাধিহয়ে দাড়িঁয়েছে। আমরাখালেরবর্ষা মৌসুমের চলমান পানি জমিতে ব্যবহার করতে পারতেছিনা এই বিষাক্ত পানিরকারণে। কৃত্রিম উপায়ে পানি সেচ দিয়ে উঠিয়ে কৃষকের শতভাগ জমির চাহিদা মেটানো সম্ভব হচ্ছেনা। এছাড়া অতীতে খালে যে পরিমাণ মাছজন্ম নিত, তাও এখন আর দেখা যায়না। আরেকটা সমস্যা হচ্ছে এই বর্জের বিষাক্ত পানি রকারণেখালে গোসল, সংসারেরনিত্য প্রয়োজনীয়কাজ কর্ম করতেপারছেনা কেউ। এই পানি ব্যবহারের উপযোগী না হওয়ায় দেখাদিচ্ছে বিভিন্ন ধরনের পানিজনিত রোগ। সরাইলের একটি মাত্র জাফরখাল, যেটি তিতাসনদী থেকে মেঘনানদীতেসংযোগকরে রেখেছে। আর এই পানিতে বিষাক্ত কেমিক্যালমিশেসমস্তখালেরপানিকেকরছেব্যবহারঅনুপযোগি। তাইআমাদের সরাইলবাসীকে এই বর্জের বিষাক্ত পানি থেকে মুক্ত করারলক্ষ্যে এবং কৃষি নির্ভর সাধারণ মানুষের কথা চিন্তা করে অচিরে সরাইল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় এমপি’র কাছে জোর দাবিজানাচ্ছি যে সরজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।