সরাইলে ছাত্রলীগ নেতাকে মারধর, এএসআই ক্লোজড
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতার জায়গা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করতে এসে পুলিশের পিটুনিতে আহত হয়েছেন।
গতকাল বুধবার সকালে প্রথমে অন্নদা স্কুল মোড়ে ও পরে থানা চত্বরে এ মারধরের ঘটনা ঘটে। রুবেলকে মারধরের ঘটনায় জড়িত পুলিশের বিচারের দাবিতে সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাজার এলাকা অবরোধ করে ফেলে স্থানীয় লোকজন। অবরোধ চলাকালে উত্তেজিত লোকজন পুলিশের বিরুদ্ধে জুতা মিছিল করে।
সড়কের কয়েকটি পয়েন্টে টায়ার ও লাকড়িতে আগুন জ্বালিয়ে দেয়। দুপুর ১২টার পর সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী পুলিশদের বরখাস্তের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করিয়েছেন। দুপুরের পর এক পুলিশ সদস্যকে পুলিশ সুপারের নির্দেশে ক্লোজ করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ রূপক কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে বলেন, এএসআই মো. কামরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।