৮ই নভেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ২৪শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » সরকার ভয়ে সমাবেশের অনুমতি দিচ্ছে না : খালেদা জিয়া


সরকার ভয়ে সমাবেশের অনুমতি দিচ্ছে না : খালেদা জিয়া


Amaderbrahmanbaria.com : - ০৫.১১.২০১৬

নিজস্ব প্রতিবেদক : সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপিকে সমাবেশের অনুমতি দিচ্ছে না- এমন দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মহিলা দলের নতুন কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন সংগ্রাম করছে না জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি। জনগণ আমাদের সাথে আছে।’

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে অভিযোগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সবার মতামত নেওয়ার কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

‘এ কমিশনের মেরুদণ্ড নেই। সরকারের নির্দেশ ছাড়া এ কমিশন কিছু করতে পারে না। রকিবউদ্দীনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে তা একটিও সুষ্ঠু হয়নি। তাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। আওয়ামী লীগের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে হবে না। সব দলের মতামতের ভিত্তিতে সৎ ও যোগ্য লোক দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না।’

মহিলা দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যাবে।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close