বিনোদন ডেস্ক : মডেল নিনা আগদালের সঙ্গে হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল।এবার শোনা যাচ্ছে, আগামী বছর প্রেমিকা নিনাকে বিয়ের পরিকল্পনা করছেন এ অভিনেতা।
এসশোবিজ জানিয়েছে, আগামী বসন্তে প্রেমিকাকে বিয়ের পরিকল্পনা করছেন ডিক্যাপ্রিও। আর বিয়ের কাজটা গোপনে সারতে চাইছেন এ জুটি।
লাইফ অ্যান্ড স্টাইল ম্যাগাজিনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, নিনা বাগদানের বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তারা আগামী বছর কোনো নির্জন দ্বীপে অথবা সেইন্ট বার্টসে বিয়ের পরিকল্পনা করছেন। বিয়েটি যতটা পরিবেশবান্ধব করা যায় সেই বিষয়টিও মাথায় রাখছেন তারা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিয়ের বেশিরভাগ পরিকল্পনায় লিওনার্দো করেছেন। তবে সবকিছু নিনার পছন্দকে মাথায় রেখেই করছেন।
৪১ বছরের লিওনার্দো এবং ডেনিশ মডেল ২৪ বছরের আগদালের প্রেমের খবরটি প্রথম প্রকাশ পায় গত জুনে। এর আগে গিসেলে বুন্দসেন, বার রেফায়েলি, ব্লেক লাইভলি এবং মিরান্ডা কেরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ডিক্যাপ্রিও। তবে কোনোটিই বিয়ে পর্যন্ত গড়ায়নি।
এদিকে এ জুটির ঘনিষ্ঠ একজন পশ্চিমা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লিওনার্দোর বিয়ের খবরটি সত্য নয়।