৩রা অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৮ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


চলে গেলেন ‘গলফের রাজা’


Amaderbrahmanbaria.com : - ২৬.০৯.২০১৬

অনলাইন ডেস্ক : গলফের রাজা হিসেবে খ্যাত বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাথলেট আর্নোল্ড পালমার আর নেই। ২৫ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার পিটসবার্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ আমেরিকান গলফ খেলোয়াড়। আমেরিকার গলফ অ্যাসোসিয়েশন এ খবর জানিয়েছে। মৃত্যুকালে আর্নোল্ড পালমারের বয়স হয়েছিল ৮৭ বছর।

আর্নোল্ড পালমার হচ্ছেন সেই খেলোয়াড় যিনি গলফ খেলাকে জনপ্রিয় করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খেলাটিতে ব্যতিক্রমী স্টাইলের মাধ্যমে আধিপত্য বজায় রেখেছিলেন অনেকটা সময়। শুধু খেলাই নয়, চমৎকার ব্যক্তিত্বের অধিকারী আর্নোল্ড পালমার সহজাত কিছু বৈশিষ্ট্যের কারণে সবার মন জয় করে নিয়েছিলেন।

তিন বছর বয়সে খেলাটা শিখেন আর্নোল্ড পালমার। এরপর আর তাকে থামানো যায়নি। ষাটের দশকের জনপ্রিয়তা পাওয়া আর্নোল্ড পালমারই প্রথম খেলোয়াড় যিনি গলফ খেলার মাধ্যমে এক মিলিয়ন ডলারের আয় করে চমক সৃষ্টি করেছিলেন। ২০১২ সালে দেয়ার এক সাক্ষাৎকারে আর্নোল্ড পালমার বলেন, এটা ভাবতেই ভালো লাগে যে, আমি গলফকে সারা বিশ্বের মাঝে পরিচিত করিয়েছি।

১৯৬০ ও ১৯৬১ সালে ইউএস ওপেন, ব্রিটিশ ওপেনসহ ৯০টির বেশি গলফ টুর্নামেন্ট জিতেছেন আর্নোল্ড পালমার।

সূত্র : সিএনএন





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close