২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


গৃহপালিত ইসির অধীনে কোনো নির্বাচন নয় : বিএনপি


Amaderbrahmanbaria.com : - ২০.০৯.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনের আগে ‘সার্চ কমিটি’ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অবশ্যই নির্বাচন চাই। তবে সেটি গণতান্ত্রিক উপায়ে এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। গৃহপালিত ইসির অধীনে নয়।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৯ম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ আলোচনা সভা আয়োজন করে।

গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার ‘কারামুক্তির দিন’ থাকলেও ঈদুল আজহার কারণে তা পিছিয়ে দেয়া হয়।

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, নিজের মতো করে সবকিছু সাজিয়ে নেবেন তা হবে না। সার্চ কমিটি করেন, আর যে কমিটিই করেন জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না।
নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি বা অন্য কোনো কমিটি গঠনের ক্ষেত্রে ‘জনমতের প্রতিফলন ঘটাতে’ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনমতের বাইরে কোনো কমিটি গঠন হলে জনগণ তা মেনে নেবে না।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে বিরাজনীতিকরণের জন্য এক-এগারোতে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিলো। সেই ধারাবাহিকতায় এখন একটি দল দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় এসে আওয়ামী লীগ নানা কৌশলে দেশকে রাজনীতিমুক্ত করতে চাচ্ছে। সেজন্য খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি আরো বলেন, সরকার জঙ্গিবাদকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তারা সন্ত্রাস দমনের নামে প্রতিটি ইউনিয়নে কমিটি করেছে। এই কমিটিগুলো এখন তালিকা তৈরি করছে। তারা বিএনপি নেতাদের বলছে, এতো টাকা দাও, না হলে তোমাদের নাম জঙ্গিবাদের সঙ্গে জড়ানো হবে।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় না। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা জনগণের ভোট পাবে না। সবকিছুই তারা করছে চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্য। তবে ইতিহাস বলে এভাবে ক্ষমতায় থাকা যায় না। দমননীতি চালিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, একদিন জনগণের সামনে তাদের জবাবদিহি করতে হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়েল ভূঁইয়া, জয়নাল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close