২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


রাজশাহীতে তিন কোটি টাকার মাদক ধ্বংস


Amaderbrahmanbaria.com : - ২০.০৯.২০১৬

 
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রায় পৌনে তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে বিজিবির ১ ব্যাটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেনসিডিল, ১৯৮ বোতল বিদেশী মদ, ২৮ লিটার দেশী মদ, এক কেজি ৫৪০ গ্রাম হেরোইন, ৯৬ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা। এগুলোর মূল্য দুই কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা, বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান, ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদক যুব সমাজ ধ্বংসের হাতিয়ার। এর বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close