১৯শে আগস্ট, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


দেহ ব্যবসায় ১ নম্বরে যে দেশ! (ছবি সহ)


Amaderbrahmanbaria.com : - ১৭.০৮.২০১৬

বিশ্বের প্রায় সব দেশেই বাড়ছে দেহ ব্যবসা। অর্থের বিনিময়ে শরীরী খেলায় মত্তের নামই দেহব্যবসা। বিশ্বের কোথাও এটা সম্পূর্ণ বেআইনি। কোথাও আবার আইনি ব্যধতা আছে। তবে বেশিরভাগ জায়গাতেই বেআইনি হয়েও রমরমিয়ে চলে। সম্প্রতি হাভোস্কোপ রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্ট প্রকাশ করে এই বিষয়ে। দেহব্যবসায় অর্থের লেনদেনের ভিত্তিতে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে তা বলা হয় এই রিপোর্টে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ দেহ ব্যবসায় কোন জায়গায় দাঁড়িয়ে-

৭) ভারত-
বিশ্বের সবচেয়ে দেহ ব্যবসার রমরমা আসর ভারতের সোনাগাছী। তবে আয়ের কোন তথ্য পাওয়া যায়নি।

৫) মার্কিন যুক্তরাষ্ট্র-
যুক্তরাষ্ট্রে তেমন কোন তথ্য মিলেনি। তবে ধারণা করা হচ্ছে দেহব্যবসা থেকে ৭.৬ মিলিয়ন ডলার আয় হয়।

৪) দক্ষিণ কোরিয়া-
দেহব্যবসা সম্পূর্ণ অবৈধ, বছরে ১৪.৬ মিলিয়ন ডলার

৩) জাপান-
দেহব্যবসা নিয়ে আইন বেশ সরল। এতে জাপানের দেহ ব্যবসা বেশ জাঁকিয়ে চলছে। জাপানে দেহব্যবসায় বছরে ২৪ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়।

২) স্পেন-
দেহ ব্যবসার স্বর্গরাজ্য। বছরে ৫০ মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়।

১) চিন-
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে দেহ ব্যবসার রমরমা বললে কম বলা হবে। সবচেয়ে বেশি দেহব্যবসার কেন্দ্র চিনেই রয়েছে। দুনিয়ার সবচেয়ে বেশি যৌনতা বিষয়ক পণ্য যেমন সেক্স টয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উত্পাদন হয় চিনেই। চিনে দেহব্যবসায় বছরে ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়। যা বিশ্বের বাকি দেশগুলির চেয়ে অনেক বেশি।

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close