বিনোদন ডেস্ক : সম্প্রতি কলকাতার অভিনেত্রী রাধিকা আপ্তের নগ্ন ছবি ভাইরাল হয়েছিল। এবার প্রায় একই ঘটনা ঘটল বলিউডে। তাও যে সে নায়িকা নয়; বলিউড ছেড়ে হলিউডে ‘বাসা বাঁধা’ প্রিয়াঙ্কা চোপড়া। ১৩ বছরের ক্যারিয়ারে তার অভিনয় কিংবা ফ্যাশন নিয়ে একের পর এক গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি।কো
য়ান্টিকোর মত জনপ্রিয় টিভি সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় থেকে হলিউড ফিল্ম ‘বেওয়াচ’-এ অভিনয়। পপ সিঙ্গার হিসেবে অ্যালবাম। তার ঝুলিতে সবকিছুই আছে। এরই মাঝে পুরোদমে চলেছে ফটোশ্যুট। ম্যাগাজিনের কভারশ্যুট থেকে পোর্টফোলিও শ্যুট। এককথায় অনবদ্য প্রিয়াঙ্কা।
সম্প্রতি নিজের ‘টপলেস’ ছবি টুইটারে শেয়ার করেন প্রিয়াঙ্কা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই যথারীতি ভাইরাল।