১৩ই আগস্ট, ২০১৬ ইং, শনিবার ২৯শে শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ


‘বাংলাদেশের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে’


Amaderbrahmanbaria.com : - ১১.০৮.২০১৬

 

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর সড়কে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।

 


সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা জঙ্গিদের নিয়ে মায়াকান্না করছেন তারা এদেশ থেকে চলে যান।’
সন্ত্রাসীদের মদদদাতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, হয় বাংলাদেশের নাগরিক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আর পছন্দ না হলে চলে যান সন্ত্রাসীদের দেশ সৌদি আরবে, ইরাকে। চলে যান সিরিয়াতে সেখানে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে। এই বাংলার মাটিতে আপনাদের স্থান কোনো দিন হবে না।

গণমাধ্যমের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘গুলশানের ঘটনাকে তিলকে তাল বানিয়ে সব জায়গায় প্রচার করা হয়েছে। যারা হত্যাকারী, টেররিস্ট তাদের জন্য মায়াকান্না! কেন হামলা হলো? কেনো জিম্মিদের রক্ষা করতে পারল না? যারা চিহ্নিত জঙ্গি- তারা বন্দুকযুদ্ধে মারা গেল। তাদের জন্য মায়াকান্না। তাদের মানবাধিকার রক্ষা হলো না বলা হচ্ছে। যারা আত্মঘাতী বোমাবাজ, যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের আবার মানবাধিকার কি?’

তিনি আলো বলেন, ‘পত্রপত্রিকায় দেখি যারা মানুষকে হত্যা করেছে তাদের প্রতি মহব্বত বেশি। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের প্রতি বিন্দুমাত্র সম্মান নাই। এই যে বাংলাদেশ- এখানে একটা শ্রেণিই আছে, যারা বাংলাদেশকে কোনো দিনই স্বীকার করে নাই, ভবিষ্যতেও করবে না।’

সৈয়দ আশরাফ বলেন, জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কোনো সন্ত্রাসী বাংলার মাটিতে থাকবে না। শেখ হাসিনা একবার যদি কোনো প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি কোনো দিন লঙ্ঘন করেন না। সেই দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। এই সন্ত্রাসীরা বাধার সৃষ্টি করতে পারবেন না। শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ একদিন সোনার বাংলায় রূপান্তরিত হবেই।

স্বেছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনার সঠিক পথে আছেন। আপনারাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাজ্জাদ সাকিব বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস, উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ আলোচনা সভা সঞ্চালনা করেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close