নিবরাসের বন্ধু মোস্তফা কোথায়?
নিজস্ব প্রতিবেদক : গুলশান হামলার অন্যতম অপরাধী জঙ্গি নিবরাসের ঝিনাইদহ আস্তানার সহবাসিন্দা কথিত জঙ্গি ‘মোস্তাফা’ ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় থাকত বলে ধারণা করছেন এলাকাবাসীরা। এ বিষয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জানান যে, শুধু ছবি দেখে কাউকে সনাক্ত করা সম্ভব নয়।
ঝিনাইদহের সোনালী পাড়ায় যে মেসটিতে নিবরাস ওরফে সাঈদ ভাড়া থাকত সেই বাসার মালিক বিলকিস বেগম নিবরাসের সহযোগীকে ‘মোস্তফা’ হিসেবে চিহ্নিত করেন।
তাঁর কাছ থেকে মোস্তফার যে ছবি পাওয়া যায় তা কুষ্টিয়া থেকে তোলা হয়েছে। ছবিটি ফেব্রুয়ারী মাসের ৩ তারিখে সেই দোকান হতে প্রিন্ট করানো হয়। ফটো স্টুডিওতে খবর নিতে গেলে এ সম্পর্কে তেমন কিছু জানেন না বলে জানান স্টুডিও মালিক। তবে ছবিটি তাঁরই তোলা বলে তিনি জানান। তিনি আরও জানান, ছেলেটি স্থানীয় কেউ নয়, সম্ভবত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এ দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জানান, গুলশান হামলার পর প্রশাসনের কেউ নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন না। আর একটি ছবি দেখে নাম ঠিকানা ছাড়া ১৪ হাজার ছাত্রছাত্রীর মধ্য থেকে কাউকে খুঁজে বের করা সম্ভব নয়।
এ জাতীয় আরও খবর

বৈধভাবে স্বর্ণ আমদানি হবে, নীতিমালা অনুমোদন

মাদকবিরোধী অভিযান: গ্রেফতার তালিকায় এমপিসহ সাড়ে ৪শ’ জনপ্রতিনিধি

ইথোফেন দিয়ে ফল পাকালে তাতে স্বাস্থ্যঝুঁকি নেই

রমজানে চড়া মুরগি মাছের বাজার
