বৃহস্পতিবার, ২৪শে মে, ২০১৮ ইং ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

সোমবার থেকে শুরু বাসের অগ্রিম টিকিট বিক্রি 

 
নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী সোমবার থেকে।বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ও শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘ঈদের অগ্রিম টিকিট আগামী সোমবার থেকে বিক্রি শুরুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। গত ঈদের মতো একইভাবে টিকিট বিক্রি হবে। কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না। বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

bus1435660984

এদিকে, বাসমালিক সমিতিগুলো জানিয়েছে, ঈদ উপলক্ষে প্রায় সব বড় বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে। তবে বাস মালিকদের একাধিক সংগঠন থাকায় সবাই একসঙ্গে অগ্রিম টিকিট বিক্রি করে না। বড় কোম্পানিগুলো অগ্রিম টিকিট বিক্রি করে। মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে যেসব বাস ছেড়ে যায়, সেগুলোর বেশির ভাগেরই অগ্রিম টিকিট বিক্রি করা হয় না।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বৈধভাবে স্বর্ণ আমদানি হবে, নীতিমালা অনুমোদন

মাদকবিরোধী অভিযান: গ্রেফতার তালিকায় এমপিসহ সাড়ে ৪শ’ জনপ্রতিনিধি

ইথোফেন দিয়ে ফল পাকালে তাতে স্বাস্থ্যঝুঁকি নেই

রমজানে চড়া মুরগি মাছের বাজার

স্বর্ণ স্মাগলিং নয় আমদানি হবে: অর্থমন্ত্রী

ভারতের ৪ রুপির পেঁয়াজ আমাদের দেশে ৩০ টাকা!