মাগুরায় ব্যাংকের ভেতরে ছিনতাইয়ের শিকার হলেন গ্রাহক
নিজস্ব প্রতিবেদক : জেলা সদরের এমআর রোডে ব্র্যাক ব্যাংকে ছেলের কাছে টাকা পাঠাতে এসে এক গ্রাহক ব্যাংকের ভেতর ছিনতাইকারীর শিকার হলেন। তবে নজরুল ইসলাম নামে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হল অন্য গ্রাহক ও নিরাপত্তারক্ষী।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক নজরুল খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মাগুরার শ্রীপুরের শিরিষ বিশ্বাস দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংক থেকে ২ লাখ ৭৩ হাজার টাকা তোলেন। এর মধ্যে থেকে কিছু টাকা তিনি ছেলের কাছে পাঠানোর জন্য দুপুর সাড়ে ১২টার দিকে ব্র্যাক ব্যাংকের শাখায় যান।
একটি ব্যাগে টাকা রেখে তিনি টাকা পাঠানোর প্রক্রিয়া করছিলেন। এ সময় ওই ছিনতাইকারী তার পাশে এসে বসে ও ব্যাগ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন শিরিষ বিশ্বাসের চিৎকারে ব্যাংকের ভেতরে থাকা অন্য গ্রাহকেরা ও নিরাপত্তারক্ষী ছিনতাইকারীকে আটক করে ও টাকার ব্যাগটি উদ্ধার করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।মাগুরা পুলিশ জানায়, আটক নজরুলের বয়স ৪৫ বছরের মতো। সে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য।