বিমান-গাড়ি সংঘর্ষে যুক্তরাষ্ট্রে নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক যাত্রীবাহী গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত নারী গাড়ির যাত্রী। এ ঘটনায় পাইলটসহ আহত হয়েছেন আরো ছয়জন।শনিবার সান দিয়াগো শহর থেকে ৫০ কিলোমিটার দূরের উত্তরে এক সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে বলে বিবিসি জানিয়েছে। বিমানটি প্রায় ১৫০ ফুট দূর থেকে ছুটে এসে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা গাড়িটির সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সম্ভবত বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা গাড়ির গায়ে এসে ধাক্কা খায়।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির যাত্রী ৩৮ বছরের আনতোইনেটা ফ্রান্সেস ইসবেল্লে। এ ঘটনায় পাইলটসহ আহত হয়েছেন আরো ছয় জন। আহতদের মধ্যে বিমানের তিনজন এবং বাকি তিনজন গাড়ির যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় গাড়ির চালক ও অন্য এক যাত্রী অক্ষতই আছেন। গাড়ির বাম পাশে থাকায় তাদের কোনো ক্ষতি হয়নি।ওই বিমানটি কোন স্থান থেকে রওয়ানা হয়েছিল এবং এটি কোথায় যাচ্ছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি।প্রসঙ্গত, দু হাজার সালে এ ধরনের এক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বেসবল খেলোয়ার ম্যাট নোকস।
এ জাতীয় আরও খবর

ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র : ইরান
