খেলতে বাধা নেই তাসকিন-সানির
---
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করেছে। আর এতে বিস্মিত কোচ চন্দিকা হাথুরুসিংহে। তবে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে প্রশ্নবিদ্ধ হলেও রিপোর্ট না আসা পর্যন্ত টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধা নেই এ দুই টাইগারের।
নিয়মানুযায়ী আগামী সাতদিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে তাসকিন ও আরাফাত সানিকে বোলিং অ্যাকশানের পরীক্ষা দিতে হবে। তবে এ সময়ে নির্ধারিত ম্যাচগুলো খেলতে পারবেন।
তবে এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে দলের কোচ হাথুরুসিংহে ধর্মশালায় এক সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘গত কয়েক বছর ধরে তাসকিন এবং সানি এই অ্যাকশানেই বল করে আসছে। এর আগে তো এদের বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলাহয়নি। তবে এখন কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে?’
তিনি বলেন, ‘আইসিসির ম্যাচ রেফারি হয়তো নতুন কিছু দেখেছেন, এর চেয়ে বেশি আর কী বলতে পারি আমি? তবে আমি বিস্মিত।’
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ৮ রানের জয় পাওয়ার পর তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচের আম্পায়ার।