g ভাষা ও ইতিহাস দেশপ্রেমেরই অংশ- মোকতাদির চৌধুরী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৮ই নভেম্বর, ২০১৭ ইং ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

ভাষা ও ইতিহাস দেশপ্রেমেরই অংশ- মোকতাদির চৌধুরী

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২১, ২০১৬

---

Brahmanbaria-Pic-032-300x220পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ভাষা ও ইতিহাস দেশপ্রেমেরই অংশ। আমাদের ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে কেউ কথা বললে তা সহ্য করা হবে না।  রোববার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বের জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, ভাষার বিরুদ্ধে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা নাড়ির বিরুদ্ধে কথা বলা। এ ধরনের দেশদ্রোহীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।  জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ একেএম এমদাদুল বারী, পুলিশ সুপির মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।  এর আগে বিকেল ৫টায় অতিথিবৃন্দদের নিয়ে বইমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোকতাদির চৌধুরী। পরে তিনি মেলার সবকটি স্টল ঘুরে দেখেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেল চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৭টি স্টল দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর