g এবার অভিনয়ে এভ্রিল ! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৯শে নভেম্বর, ২০১৭ ইং ৫ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

এবার অভিনয়ে এভ্রিল !

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৭, ২০১৭
news-image

---

বিভিন্ন নানান কারণে আলোচিত কিংবা বিতর্কিত জান্নাতুল নাঈম এভ্রিল এবার সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার আলোচনার কেন্দ্রে আসেন আমেনা থেকে এভ্রিল বিতর্কে জড়ানো এই নারী।

এরপর বিয়ে সংক্রান্ত জটিলতায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারান তিনি। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পূর্বে এভ্রিল মূলত হাইসিসি বাইকার হিসেবে পরিচিতি পান।

সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনকে এভ্রিল বলেন, ‘সকল বিতর্ককে পেছনে ফেলে এখন আমি অভিনয়ে ব্যস্ত হতে চাই। ছবির ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। বাইকারদের নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে।’

‘এই চলচ্চিত্রে আমাকে প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে। আমার সঙ্গে আরও ৩ প্রতিবাদী নারী বাইকারকে দেখা যাবে’ -যোগ করেন এভ্রিল। তবে ছবিটি কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে এবং এ ছবির পরিচালক কে সে বিষয়ে মুখ খোলেননি তিনি।

সম্প্রতি আর কি কাজ করছেন জানতে চাইলে এভ্রিল বলেন, ‘আমি মানসম্মত যেকোনো কাজই করতে চাই। থার্টিফার্ট ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নাটক ও টেলিফিল্মে আমার কাজ করার কথা রয়েছে।’