ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসেই পাল্টালো ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি
---
 নিজস্ব প্রতিবেদক : নগদ ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসেই শান্ত হলো ব্রাহ্মণবাড়িয়ার উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকসহ জেলার শীর্ষস্থানীয় আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : নগদ ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসেই শান্ত হলো ব্রাহ্মণবাড়িয়ার উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকসহ জেলার শীর্ষস্থানীয় আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়।
              বৈঠকে অ্যাডিশনাল ডিআইজি নিহত মাদ্রাসা ছাত্রের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন এবং নিহতের পরিবারে পুলিশে চাকরি করার মতো উপযুক্ত কেউ থাকলে চাকরি দেয়ার আশ্বাস দেন। এর আগে সদর মডেল থানার ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়।
              সভায় আলেমদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা আওয়ামী লীগ সদস্য মাহমুদুল হক ভূইয়া ও জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহসহ ঘটনার সঙ্গে জড়িতদের মঙ্গলবার রাত ১২ টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অ্যাডিশনাল ডিআইজি তাদেরকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এরপরই হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
              পুলিশসূত্রে জানা যায় , পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসন থেকেও সহায়তার আশ্বাস দেয়া হয়।
 
         উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া (ভিডিও)
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া (ভিডিও)
                 ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর গানের স্কুল ভাঙচুর : আগুনে তপ্ত ব্রাহ্মণবাড়িয়া
ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর গানের স্কুল ভাঙচুর : আগুনে তপ্ত ব্রাহ্মণবাড়িয়া
                 মাদরাসা ছাত্রের মৃত্যু : বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ
মাদরাসা ছাত্রের মৃত্যু : বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ
                
 গতকালের হামলায় স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত : আওয়ামী লীগ
গতকালের হামলায় স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত : আওয়ামী লীগ
                 ৬ মামলা, আসামী ৫ হাজারের বেশী
৬ মামলা, আসামী ৫ হাজারের বেশী
                 ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবারের মধ্যে ‘বন্ধ’ মাদ্রাসাগুলো খুলে দেয়ার আল্টিমেটাম
ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবারের মধ্যে ‘বন্ধ’ মাদ্রাসাগুলো খুলে দেয়ার আল্টিমেটাম
                 সংঘর্ষে জড়িতদের শাস্তি না দিলে মাঠে নামবে হেফাজত
সংঘর্ষে জড়িতদের শাস্তি না দিলে মাঠে নামবে হেফাজত
                 ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় লালবাগে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় লালবাগে বিক্ষোভ