বিশ্বের শীর্ষ সুখী, ধনী, সুস্থ ও অপরাধমুক্ত দেশ কোনগুলো?
---
বিভিন্ন জরিপে বিশ্বের বহু দেশের মানুষের সুখের মাত্রা, ধন-সম্পদ, সুস্থতা ও অপরাধের মাত্রা জানা যায়। এসব জরিপের মধ্যে অন্যতম হলো লন্ডনের লিগাটুম ইন্সটিটিউটের গ্লোবাল প্রসপারিটি ইনডেস্ক। এ জরিপে বিশ্বের অধিকাংশ দেশকেই অন্তর্ভুক্ত করা হয়। তাদের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শীর্ষস্থানীয় সুখী, ধনী, সুস্থ ও অপরাধমুক্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
২০১৪ সালের জরিপে বাংলাদেশের অবস্থান ছিলো ১০৪। তবে এবারে ১ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১০৩ তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৬১তম অবস্থান নিয়ে সবার ওপরে আছে শ্রীলংকা। ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৯৯ ও ১৩০তম।
গ্লোবাল প্রসপারিটি ইনডেস্ক তালিকায় শীর্ষ দেশগুলোর তালিকা-
১. নরওয়ে
২. সুইজারল্যান্ড
৩. ডেনমার্ক
৪. নিউজিল্যান্ড
৫. সুইডেন
৬. কানাডা
৭. অস্ট্রেলিয়া
৮. নেদারল্যান্ডস
৯. ফিনল্যান্ড
১০. আয়ারল্যান্ড
১১. যুক্তরাষ্ট্র
১২. আইসল্যান্ড
১৩. লুক্সেমবার্গ
১৪. জার্মানি
১৫. যুক্তরাজ্য
১৬. অস্ট্রিয়া
১৭. সিঙ্গাপুর
১৮. বেলজিয়াম
১৯. জাপান
২০. হং কং
২১. তাইওয়ান
২২. ফ্রান্স
২৩. মালটা
২৪. স্পেন
২৫. স্লোভেনিয়া
২৬. চেক রিপাবলিক।