বুধবার, ১৮ই জুলাই, ২০১৮ ইং ৩রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে যুগ্ম সচিবের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রণজিৎ চন্দ্র সরকার (৫৫)। গতকাল সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাকরপুর গ্রামের নরেন্দ্র চন্দ্র সরকারের পুত্র। রেলওয়ে পুলিশের এসআই জাফর জানান, রণজিৎ চন্দ্র সরকার ছুটি কাটিয়ে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে হাওর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন। তিনি ময়মনসিংহ স্টেশনে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় প্ল্যাটফরমে  নেমে দাঁড়িয়ে ছিলেন। ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি ঢাকার উদ্দেশে  রওনা দিলে রণজিৎ চলন্ত ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ২টি পা কাটা পড়ে।  সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে তিনি বন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ছিলেন। খবর পেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও জেলা পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তাকে দেখতে যান।

এ জাতীয় আরও খবর