জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। চলতি বছর ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।
পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)।
এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় থাকবো : টার্নবুল

উন্নত দেশ গড়তে ২০ বছর মেয়াদি পরিকল্পনা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

নতুন ফরম্যাটে বিশ্বকাপ বাংলাদেশের জন্য কঠিন হবে : তামিম
