সরাইলে পুত্রকে পুলিশে দিলেন পিতা
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১৪, ২০১৫
স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের আলাউদ্দিন (৩৬) নামের এক যুবককে গতকাল সোমবার সকালে তাঁর পিতা পুলিশে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমান আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, আলাউদ্দিন প্রায় ১০/১২ বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। ৫/৬ বছর ধরে তিনি নানা অপরাধমূল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাঁর অত্যাচার অতিষ্ঠ হয়ে পড়ে পুরো পরিবার। বাধ্য হয়ে পিতা তাঁকে গতকাল পুলিশে সোপর্দ করেন। দুপুর ১২ টার দিকে পুলিশ আলাউদ্দিনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমান আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
Loading...