বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

সরাইলে ৯৩ ভোটের জন্য ৫৫ কর্মকর্তা পাহাড়ায় ৩ শতাধিক নেতা কর্মী

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৮, ২০১৬

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে (সরাইল) মাত্র ৯৩ ভোটের জন্য দায়িত্বে ব্যস্ত ছিলেন ৫৫ কর্মকর্তা। নিরাপত্তা নিশ্চিত করতে ভোট কেন্দ্রের আশেপাশে অবস্থান করছিল পর্যাপ্ত পরিমান পুলিশ বিজিবি র‌্যাব ও আনসার। সকাল ৯টা থেকে শুরু হয় ভোট। চলে একটানা ২টা পর্যন্ত। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা যায়, একজন প্রিসাইডিং, দুইজন সহকারি প্রিসাইডিং, ৪ জন পোলিং, ১৯ জন পুলিশ, বিজিবি সদস্য ১০ জন ও ১৯ জন আনসার সদস্য সহ মোট ৫৫ জন ৫ ঘন্টা ছিল কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি কেন্দ্রের আশপাশে অবস্থান করছিল জেলা ও উপজেলা আওয়ামীলীগের ৩ শতাধিক নেতা কর্মী। ভোট গননার পর মুহুর্তের ফাঁকা হয়ে যায় উপজেলা চত্বর। মাত্র ৯৩ ভোটের জন্য এত আয়োজন। এত পাহাড়াকে ঘিরে দারুন কৌতুহল তৈরী হয়েছিল সাধারন লোকজনের মাঝে। তবে হঠাৎ করে সাধারন সদস্য পদের নির্বাচন স্থগিত ঘোষনায় ভোটার ও সাধারন মানুষের মধ্যে হাতাশা ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর