শনিবার, ১লা সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৭ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

২০ দলের বিক্ষোভে পুলিশের বাধা

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি চলাকালীন দেশের বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে জোটের নেতাকর্মীরা। ঝিনাইদহে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে প- হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ রয়েছে। এ সময় কার্যালয়ের সামনে পুলিশের পাহারা দেখা যায়। ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেন, গ্যাস ও বিদ্যুতের মূল বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের জন্য সকালে নেতাকর্মীরা জড়ো হয়। কিন্তু পুলিশ তাদের অফিসে ঢুকতে দেয়নি। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে বিএনপির নেতাকর্মীরা এই মিছিল করে। লাঠিচার্জের পর পুলিশ তিন নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিদ্যুতের, গ্যাস ও সিএনজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের বাধার কারনে দলীয় কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন । আজ সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপত্বিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মিল্লাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

জার্মানিতে অভিবাসীদের ওপর উগ্র ডানপন্থীদের হামলা, সংঘর্ষ

বুলগেরিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, রাষ্ট্রীয় শোক ঘোষণা

‘মৃত্যুর হাতছানির’ মধ্যেও বাঁচলেন অন্তঃসত্ত্বা, জন্ম দিলেন সন্তান (ভিডিও)

ডলারের বদলে নিজস্ব মুদ্রা ব্যবহারের ঘোষণা রাশিয়া, ইরান ও তুরস্কের

‘মুসলিম সিসিলি’ — ইতালিতে ইসলামের উত্থান এবং পতন

এই ফ্রিজে শোনাবে গান, দেখাবে ভিডিও

সাংবাদিকদের তিন দিনের আল্টিমেটাম

৯ দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা

রনির জরিমানা