মুস্তাফিজ গড়লেন ইতিহাস
---
ক্রীড়া ডেস্ক : ওয়ানডে বা টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা ঠিক ১০০। কিন্তু দু’ ধরণের ক্রিকেটেই অভিষেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া প্রথম ক্রিকেটারের নাম মুস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম টেস্টে চার উইকেট শিকারের সুবাদে ম্যাচসেরা হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এই রেকর্ডের মালিক হন তিনি।
এর আগে চলতি বছরের জুন মাসের ১৮ তারিখে মিরপুরে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট শিকার করে ক্রিকেট বিশ্বকে নিজের আগমন বার্তা জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার পান এই পেস বোলিং বিস্ময়।
চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন মুস্তাফিজ। ৪ বলে নেন ৩ উইকেট। বৃষ্টিবিঘিœত এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে কোনো উইকেট পাননি তিনি। তবে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচসেরার পুরস্কার জেতেন।
টেস্ট ক্রিকেটে এর আগে তিনজন বাংলাদেশি অভিষেকেই ম্যাচসেরা হয়েছিলেন। তারা হলেন জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল ও ইলিয়াস সানি।
২০০১ সালের এপ্রিলে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসে ফিফটি করে ম্যাচসেরা হয়েছিলেন জাভেদ। সেই বছরের সেপ্টেম্বরে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছিলেন আশরাফুল। ইলিয়াস সানির কৃতিত্বটা মুস্তাফিজের মতো চট্টগ্রামেই, ২০১১ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম দলের নতুন তারকার প্রশংসায় পঞ্চমুখ। খেলা শেষে সংবাদ সম্মেলনে তার মুস্তাফিজ-বন্দনা, ‘টেস্ট ক্রিকেটে একজন পেসারের পক্ষে ভালো করা বেশ কঠিন। উইকেট সেøা হলে ভালো করা তো ভীষণ দুরূহ। চট্টগ্রামে এমন উইকেটে মুস্তাফিজের পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। আশা করি, ঢাকায় শেষ টেস্টেও সে ভালো করবে।’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আমলা-ডুমিনি-ডি কককে ফিরিয়ে দেওয়া সেই অসাধারণ ওভার যেন এখনো স্বপ্নের মায়াঞ্জন পরিয়ে রেখেছে মুশফিকের চোখে, ‘আমার টেস্টে ক্যারিয়ারে এমন স্পেল খুব কমই দেখেছি। মাঠে থেকে নিজ দলের বোলারের এমন বিধ্বংসী স্পেল আগে কখনো দেখিনি। সেই ওভারে কী অসাধারণ বলই না করেছে মুস্তাফিজ!’
দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি আগামী ৩০ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে।