g গুন্টার গ্রাস আর নেই | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৯ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৫শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

গুন্টার গ্রাস আর নেই

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৩, ২০১৫

---

ge mmmmmmmmmmmmনোবেল বিজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস আর নেই। সোমবার জার্মানির উত্তরাঞ্চলের লুবেক শহরে তিনি মারা যান বলে তার বইয়ের প্রকাশনা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। গুন্টার গ্রাস ১৯২৭ সালের ১৬ অক্টোবর বর্তমান পোল্যান্ডের ডানজিগ নগরীতে এক জার্মান পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনিই প্রথম ইউরোপীয় সাহিত্যে জাদু বাস্তবতার প্রবর্তন করেন।
 তার সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে উপন্যাস 'দ্য টিন ড্রাম', যা তার প্রথম উপন্যাসও। ১৯৫৯ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্যই তিনি নোবেল পুরস্কার পান। 'দ্য টিন ড্রাম' ছিল তার 'ডানজিগ ত্রয়ী'র প্রথম উপন্যাস। পরের দু'টি হচ্ছে- 'ক্যাট অ্যান্ড মাউস' ও 'ডগ ইয়ারস'।
 
গুন্টার গ্রাস একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, চিত্রশিল্পী ও ভাস্কর ছিলেন। ২০০২ সালে 'ক্যাবওয়াক' নামে তার শেষ উপন্যাস প্রকাশ হয়।

এ জাতীয় আরও খবর