g ১৬ হাজার কি.মি. বাইসাইকেল লেন বানাবে চীন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২রা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

১৬ হাজার কি.মি. বাইসাইকেল লেন বানাবে চীন

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৮, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :পরিবেশ দূষণ ও যানজট কমানোর সুদূরপ্রসারী লক্ষ্যে চীন আগামী ২৩ বছরে সারাদেশে ১৬ হাজার কিলোমিটারেরও বেশি বাইসাইকেল লেন তৈরি করবে।

এ পরিকল্পনার অংশ হিসেবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে গত ২ সেপ্টেম্বর একটি পাইলট প্রজেক্ট চালু করা হয়েছে। শহরটির আরবান গ্রীনওয়ে কনস্ট্রাকশন প্ল্যানের আওতায় সেখানে অন্যান্য ওয়াকওয়ের পাশাপাশি ৭৯৮ কিলোমিটার বাইসাইকেল লেন নির্মাণের আশা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, মাত্র ২০ বছর আগেও চেংদু শহরের ৭০ শতাংশ যাতায়াত সম্পন্ন হতো হেঁটে অথবা বাইসাইকেলে। ২০১৬ সালে এসে বাইসাইকেলে চলাচল মাত্র ৪ শতাংশে নেমে আসে, আর অর্ধেকেরও বেশি রাস্তা চলে যায় আধুনিক গাড়ির দখলে।

এ অবস্থায় চেংদু নগর সরকার গত ২৮ মার্চ ঘোষণা দিয়েছে, তারা ৭৯৮টি স্পেশ্যাল বাইসাইকেল লেন এবং বাইসাইকেল লেনসহ ২,৩২৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করবে।

চেংদুর চিফ প্ল্যানার ওয়ান সিয়াওপেং বলেন, অতীতে চেংদ ছিল বাইসাইকেলের আদর্শ নগরী। চীন ছিল ‘বাইসাইকেলের দেশ’। আমরা চেংদুতে সেই হারানো গৌরব ফিরিয়ে আনব। সূত্র: চায়না ডেইলি

এ জাতীয় আরও খবর