রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ডেটিংয়ের আগে মেয়েরা হট দেখতে কি ধরনের প্রস্তুতি ন্যায়

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৭, ২০১৫

 women likeপ্রথম বা পরের যেকোনো একটি ডেটিং-ই হোক না কেন, দুজনই একে অপরের মনের মতো হওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে পুরুষরা কিছুটা প্রস্তুতি নিলেও মেয়েদের আয়োজন থাকে ব্যাপক। এখানে দেখে নিন, ডেটিংয়ের সময় যে  কাজমেয়েরা করে থাকেন।
১. মেকআপ :

নারীদের যেকোনো একটি সিদ্ধান্তে আসতে হয়। মেকআপের পলেস্তারা দেবেন, নাকি নেইল পলিশ ও লিপগ্লস দিয়েই কাজ সারবেন। এ জন্যে গোসল বা চেহারাটা ভালোমতো পরিষ্কার করে নেওয়াই থাকে তাদের জরুরি কাজ।
২.ব্যাগ :
অনুষ্ঠান বা ডেটিং বা অন্য কাজে যাওয়ার ক্ষেত্রে নারীর ব্যাগের বিষয়টি গুরুত্বপূর্ণ। পার্কে বা রেস্টুরেন্টে ডেটিংয়ে গেলে সুন্দর একটা ক্লাচ মানানসই।

৩. পোশাক :
নারীদের বেলায় বহু ঝক্কি পোহাতে হয়। তারা কি পরবেন এবং লুকটা কেমন দেবেন, তা নিয়ে বেশ সময়ক্ষেপণ হয়। আজ কি একটু সেক্সিভাব নেবেন, নাকি সাধারণ বেশে অপরূপা হয়ে উঠবেন।
৪. শেভিং :

ডেটিংয়ে যাওয়ার আগে  মেয়েরা বোগল এবং প্রয়োজনে পা দুটোও

প্রথম বা পরের যেকোনো একটি ডেটিং-ই হোক না কেন, দুজনই একে অপরের মনের মতো হওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে পুরুষরা কিছুটা প্রস্তুতি নিলেও মেয়েদের আয়োজন থাকে ব্যাপক। এখানে দেখে নিন, ডেটিংয়ের সময় যে  কাজমেয়েরা করে থাকেন।

১. মেকআপ :

নারীদের যেকোনো একটি সিদ্ধান্তে আসতে হয়। মেকআপের পলেস্তারা দেবেন, নাকি নেইল পলিশ ও লিপগ্লস দিয়েই কাজ সারবেন। এ জন্যে গোসল বা চেহারাটা ভালোমতো পরিষ্কার করে নেওয়াই থাকে তাদের জরুরি কাজ।
২.ব্যাগ :
অনুষ্ঠান বা ডেটিং বা অন্য কাজে যাওয়ার ক্ষেত্রে নারীর ব্যাগের বিষয়টি গুরুত্বপূর্ণ। পার্কে বা রেস্টুরেন্টে ডেটিংয়ে গেলে সুন্দর একটা ক্লাচ মানানসই।

৩. পোশাক :
নারীদের বেলায় বহু ঝক্কি পোহাতে হয়। তারা কি পরবেন এবং লুকটা কেমন দেবেন, তা নিয়ে বেশ সময়ক্ষেপণ হয়। আজ কি একটু সেক্সিভাব নেবেন, নাকি সাধারণ বেশে অপরূপা হয়ে উঠবেন।
৪. শেভিং :

ডেটিংয়ে যাওয়ার আগে  মেয়েরা বোগল এবং প্রয়োজনে পা দুটোও শেভ করে নেন। এ ছাড়া ভ্র-জোড়ার দেখভালও করে নেন।

৫. উপদেশ :
এ কাজে মেয়েরা তার বন্ধুদের কাছ থেকে নানা উপদেশ নিতে পছন্দ করেন। কোন পোশাকটি পরলে ভালো হবে বা কোন জুতো জোড়া পায়ে লাগাবেন ইত্যাতি।
৬. সময় :
সব ছেলেদের একটাই অভিযোগ, মেয়েরা রেডি হতেই প্রচুর সময় ব্যয় করে। আবার ডেটিংয়ে প্রেয়সীকে অপেক্ষায় না রাখাটা থাকে প্রেমিকের অন্যতম লক্ষ্য। ডেটিংয়ের সময়ের বহু আগে থেকেই বুঝে-শুনে প্রস্তুতির কাজ সেরে ফেলা উচিতমেয়েদের

এ জাতীয় আরও খবর