ভোগের প্রচ্ছদে নগ্ন রোনালদো
---
মাদ্রিদ: ফুটবলেই শুধু নয়, মডেল হিসেবেও নিজেকে ইতোমধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ তারকা এবার নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, তা আগে কখনও দেখেননি ভক্তরা।
জনপ্রিয় সাময়িকী ‘ভোগ স্পেন’র প্রচ্ছদে জায়গা পেলেন রোনালদো। এমন বড় তারকা কোনো সাময়িকীর প্রচ্ছদে জায়গা পাবেন, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু তিনি এবার উপস্থাপন হলেন নগ্নভাবে।
রোনালদোর সঙ্গে আছেন তার বাগদত্তা রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়েক। ‘ভোগ এস্পানা’ ২০১৪ সালের জুন সংখ্যার প্রচ্ছদে নগ্ন রোনালদোকে কিছুটা গোপন করেছেন সাদা পোশাক পরা শায়েক।
প্রচ্ছদ লাইনে লেখা স্প্যানিশ ভাষায় ‘আমর এন্ড ফুতবল’, বাংলায় যার অর্থ ‘ভালোবাসা ও ফুটবল’।
ফটো শ্যুট করেছেন বিখ্যাত ফটোগ্রাফার মারিও টেস্টিনো।