g বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৫ই নভেম্বর, ২০১৭ ইং ১লা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ

AmaderBrahmanbaria.COM
মে ১৮, ২০১৪

---
জাতীয় সংসদ
জাতীয় সংসদ
Decrease font Enlarge font
 

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়েও আলোচনা হয় সংসদীয় কমিটিতে।

রোববার বিকেলে জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী আফছারুল আমিনের সভাপতিত্বে  বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ হাছান মামুদ,  ছলিম উদ্দিন তরফদার, গোলাম মোস্তফা, মোহা: মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে আলোচনার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

পাশাপাশি আইনটি দ্রুত বাস্তবায়নে যেসব মামলা বাধা হয়ে কাজ করছে তা দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়কে একটি আলাদা আইন কমিশন গঠন করার কথা বলা হয়েছে।

বৈঠকে ভোকেশনাল এবং টেকনিক্যাল শিক্ষায় আরো যুগোপযোগী করার জন্য তাদের কারিকুলাম নবায়ন করার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।        

শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর