এশিয়া কাপের টিকেট বিক্রি করবে ইউসিবি ব্যাংক
---
১২তম এশিয়া কাপ মাঠে গড়াবে ২৬ ফেব্রুয়ারি। এশিয়া কাপের আগ্রহী দর্শকরা ইউসিবি ব্যাংকের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। টুর্নামেন্টে বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ অংশ নিবে। এশিয়া কাপের টিকেট বিক্রির স্বত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইউসিবি ব্যাংকের কর্মকর্তাদের সৌজন্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল উইনুস, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ।
এশিয়া কাপের সর্বোনি¤œ টিকেটের মূল্য ২০০ টাকা। সঙ্গে পঞ্চাশ শতাংশ ভ্যাট প্রযোজ্য। দুটি মাধ্যমে টিকেট পাওয়া যাবে। প্রথমত অনলাইন ইউক্যাশের মাধ্যমে। দ্বিতীয়ত, সরাসরি টাকার বিনিময়ে টিকেট। খেলার একদিন পূর্বে টিকেট পাওয়া যাবে ঢাকার মিরপুর, ধানমন্ডি, বিজয়নগর ও বসুন্ধরা ব্রাঞ্চে। নারায়ণগঞ্জের সদর ব্্রাঞ্চ, চাষাঢ়া ও পাগলা বাজার ব্রাঞ্চে টিকেট পাওয়া যাবে। দেশের বিভন্ন অঞ্চলের দর্শকরা অনলাইন ইউক্যাশের মাধ্যমে টিকেট বুকিং দিতে পারবেন। তবে টিকেট নিতে হবে এই সাতটি ব্রাঞ্চ থেকেই।
দুটি ভেন্যুতে খেলা হবে। নারায়ণগঞ্জের ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক পর্দা উঠবে এশিয়া কাপের।