শুক্রবার, ১১ই অক্টোবর, ২০১৯ ইং ২৬শে আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ

বাংলাদেশের আক্ষেপের হার

news-image

স্পোর্টস ডেস্ক : আক্ষেপের হার নিয়ে জামাল ভূঁইয়াদের মাঠ ছাড়তে হয়েছে। কয়েকবার সহজ সুযোগ পেয়েও কাতারের জাল খুঁজে পায়নি বাংলাদেশ। ভাগ্য খারাপও বলা যায়। শেষ পর্যন্ত ২০২২ ফিফা বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে ঘরের মাঠে কাতারের বিপক্ষে খেলতে নেমে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধেই এক গোল খেয়ে পিছিয়ে যান জেমি ডে’র শিষ্যরা। ম্যাচের একদম শেষ সময়ে এসে দ্বিতীয় গোলটি হজম করে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করলেও বাংলাদেশকে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আজ ভাগ্যও কথা বলেনি জামাল ভুঁইয়াদের হয়ে। ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের ডি-বক্সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভুটানের বিপক্ষে দুই গোল করা ইয়াসিন।

২৮ মিনিটের সময়ে সুযোগ পেয়েই বাংলাদেশের জালে বল জড়াতে ভুল করেননি সফরকারীরা। কাতারের হয়ে ইউসুপ আলতো শটে গোল দিয়ে এগিয়ে দেন দলকে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। শেষ গোলটি আসে ঠিক অন্তিম মুহূর্তে; করিমের পা থেকে।

ভুটানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে থাকলেও আজ মাঠ ছাড়তে হয়েছে আক্ষেপের হার নিয়ে। তবে এশিয়ার এক নম্বর দল কাতারকে ছেড়ে কথা বলেনি জেমি ডে’র শিষ্যরা। আক্রমণের পর আক্রমণ করে তটস্থ রেখেছিলেন সফরকারীদের। এখন পর্যন্ত কাতারের বিপক্ষে চার ম্যাচে খেলে তিনটিতে হারে বাংলাদেশ। একটিমাত্র ম্যাচে ড্র করতে পারে লাল সবুজের প্রতিনিধিরা।