কর্মক্ষেত্রে নিকাব নিষিদ্ধ করলো মুসলিম দেশ আলজেরিয়া
আন্তর্জাতিক ডেস্ক : কর্মক্ষেত্রে নিকাব (বোরকার যে অংশ দিয়ে মুখমণ্ডল ঢেকে রাখা হয়) নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়ার কর্তৃপক্ষ। তবে মুখমণ্ডল খোলা রেখে পর্দা করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
বৃহস্পতিবার এই নির্দেশ জারি করার সময় দেশটির কর্তৃপক্ষ জানায়, কোনও ব্যক্তিকে শনাক্তকরণে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
niqab‘কর্মচারীদের কর্তব্য ও সরকারি কর্মকর্তাদের পোশাক রীতি’ শিরোনামে সরকার এক বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, কর্মক্ষেত্রে নারীদের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাধ্যতামূলক হওয়ার কথা বলা হয়েছে।
সেখানে পোশাকের ব্যাপারে কঠোর কিছু নিয়ম ব্যাপারেও বিভিন্ন নির্দেশ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া যে ধরনের পোশাক পরে সরকারি চাকরি বাধাগ্রস্ত হয় তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আলজেরিয়ার অধিকাংশ মুসলিম নারীই নিকাব পরেন না। তারা সাধারণত মুখ খোলা রেখে হিজাব পরেন। অনেকে ইরানিদের মতো মুখ খোলা রেখে ‘চাদার’ নামক বোরকার মতো পোশাক পরেন।
সরকারের এমন সিদ্ধান্তে দেশটির সংখ্যালঘু সালাফিরা সমালোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সালাফি ও ওয়াহাবি মতবাদ অনুসারে, পর্দা করার সময় মুখমণ্ডল ঢাকাও ওয়াজিব।