আইএমএফ প্রধানের সৌদি বিনিয়োগ সম্মেলন বর্জন
নিউজ ডেস্ক : প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধানের পর সৌদি আরবে বিনিয়োগ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেক শীর্ষ ব্যবসায়ী এবং আন্তর্জাতিক অর্থনীতির শীর্ষ ব্যক্তিরা। তাদের দলে এবার যোগ হলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দ।
বুধবার আইএমএফ-এর পক্ষ থেকে মধ্যপ্রাচ্য সফর স্থগিত করার বিষয়টি জানানো হয়েছে।
সৌদি আরবের বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) অনুষ্ঠিত হবে ২৩-২৫ অক্টোবর। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল আইএমএফ প্রধানের।
সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধানের পর তাকে হত্যা করা হয়েছে এমন সন্দেহ করা হচ্ছে। সবশেষ তাকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশ করতে দেখা গিয়েছিল।