জাতিসংঘে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা বাংলাদেশের
নিউজ ডেস্ক : জাতিসংঘে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা ও ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদের নীরবতায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। গতকাল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ প্রতিক্রিয়া জানান।
ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে মোমেন বলেন, এর ফলে পূর্ব জেরুজালেমের জনমিতিক গঠন, অবস্থান ও চেহারা এমনভাবে পাল্টে দিয়েছে যার ফলে এই ভূখণ্ড সাবলীল ফিলিস্তিনি পরিবেশ থেকে একেবারেই আলাদা হয়ে গেছে।
ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদ কেবল দর্শকের ভূমিকায় থাকতে পারে না জানিয়ে তিনি বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক মুক্ত আলোচনায় ওআইসির সভাপতি হিসেবে একথা বলেন বাংলাদেশের রাষ্ট্রদূত।কালের কণ্ঠ অনলাইন
এ জাতীয় আরও খবর

কলকাতায় রেলস্টেশনে ওভারব্রিজ দূর্ঘটনায় নিহত ২, আহত ১৭

শিক্ষা ও দক্ষতা উন্নয়নে আরো বিনিয়োগ করতে হবে : রাষ্ট্রপতি
