বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেছেন

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার রাতে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন।

প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা শরিফের চারপাশ তাওয়াফ করেন। এরপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন।

দেশবাসী ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও পবিত্র ওমরাহ পালন করেছেন।

পবিত্র ওমরাহ পালনের জন্য প্রধানমন্ত্রী স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জেদ্দা থেকে সড়কপথে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান।

প্রধানমন্ত্রী বুধবার দিবাগত রাতে মদিনায় পবিত্র মসজিদে নববিতে মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। পবিত্র এই মসজিদে এশার নামাজ আদায় করেন তিনি। বাংলাদেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

সৌদি বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে গত মঙ্গলবার সৌদি আরবে যান।

প্রধানমন্ত্রী আজ শুক্রবার দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

বহুতল ভবন থেকে ঝাঁপ দিলেন জিৎ!

শিক্ষা ও দক্ষতা উন্নয়নে আরো বিনিয়োগ করতে হবে : রাষ্ট্রপতি

রাজধানীতে মধ্যরাতে তরুণীকে হেনস্তা, ২ পুলিশ সদস্য বরখাস্ত

কাঁদলেন সেই শিক্ষক শ্যামল কান্তি

খালেদার সাজা বাড়িয়ে যাবজ্জীবন চায় দুদক

ঢাবির ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল

ইসির কাছে ৫ দাবি নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি

ভারতে নারী অ্যাক্টিভিস্ট রেহানাকে মুরতাদ ঘোষণা!

নির্বাচনকালীন মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর