রুবেলের সঙ্গে আইয়ুব বাচ্চুর একমঞ্চে গাওয়া হলো না
রুবেল হোসেন ক্রিকেটার হয়ে ওঠার আগে শৈশবে আইয়ুব বাচ্চুর সুরেলা কণ্ঠের প্রেমে পড়েন। তিনি বলেন, আমি শৈশব থেকেই জেমস ভাই, বাচ্চু ভাইয়ের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল ভক্ত।
আগুনঝরা বোলিংয়ের গতির মতো রুবেলের গলায় সুর আছে বেশ। তাই গানের প্রতি ঝোঁক ছিল অসাধারণ। বিশেষ করে এলআরবি ব্যান্ডের আইয়ুব বাচ্চুর গানের অন্ধ ভক্ত ছিলেন তিনি।
পেসার রুবেল হোসেনের সঙ্গে আইয়ুব বাচ্চুর সম্পর্ক ছিল দারুণ। রুবেলের নিজেরও ব্যান্ড দল আছে। বেশির ভাগ সময় আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান গাইতেন তিনি। রুবেলের গানে মুগ্ধ হয়ে গুণী এই শিল্পী বলেছিলেন, সুযোগ আসলে মঞ্চে রুবেলের সঙ্গে গান গাইবেন।
ক্রিকেটার হওয়ার পরেও বাচ্চুর গানের প্রতি ভালোবাসা কমেনি রুবেলের। গান গেয়ে একদিন প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুকে শুনিয়েছিলেন। রুবেলের গানে মুগ্ধ হয়েছিলেন দেশের রক ব্যান্ডের অন্যতম আদর্শ আইয়ুব বাচ্চু।
বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে রুবেল বলেন, তার মৃত্যুকে সত্যিই মানতে পারছি না। সবাই তার জন্য দোয়া করবেন।