কাল জানাজা, শনিবার মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুকে দাফন
বিনোদন ডেস্ক : কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু আর নেই। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাক হলে অচেতন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনসহ ভক্ত-শ্রোতাদের মনে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় শিল্পীকে এক নজর দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিল্পী ও ভক্ত-অনুরাগীরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে। এরপর রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আইয়ুব বাচ্চুর ছেলে-মেয়ে দেশের বাইরে অবস্থান করছে। তারা দেশে ফিরলে আগামীকাল সন্ধ্যার পর চট্টগ্রামের উদ্দেশে লাশ নিয়ে রওনা দেওয়া হবে। আগামী শনিবার আরেক দফা নামাজে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে সংগীত জগতের খসে যাওয়া এই তারকাকে।